গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাত ৮ টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে আফরা ট্রেডার্সের আয়োজনে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মৃধা স্পীড ফায়ার্স ১২ ওভার ব্যাটিং করে ১১১ রান করতে সক্ষম হয়। জবাবে দুরন্ত ক্রকেট একাদশ ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। খেলায় সেরা খেলা প্রদর্শন করে বিজয়ী দলের এপি আকাশ ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে নির্বাচিত হন আদীব-সারাহ্ ফাউন্ডেশনের খেলোয়াড় সুলতান মাহমুদ সবুজ। টুর্নামেন্টের আহ্বায়ক ও আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আসাদুল আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার হিসাবে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।