রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপির অব্যাহত আন্দোলন সংগ্রাম ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
শুক্রবার বিকেলে আলীপুর ইউনিয়ন পরিষদের সামনে আলীপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ খৈয়ম বলেন, “শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তিনি লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার পতন হয়েছে। তবে দেশের মানুষের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এলাকায় আসতে পারিনি। প্রতিটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি। দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে। শেখ হাসিনা আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা ও গুম করেছেন।”
আলোচনায় তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন এবং নিপীড়নের শিকার হয়েছেন। তবে জনগণের জাগরণই শেখ হাসিনার পতন ঘটিয়েছে।”
আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে ও জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক সদস্য সচিব এ বি এম মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, কে সবুর শাহিন প্রমূখ।