মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ রাজবাড়ীর পক্ষ থেকে জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন।
অনুষ্ঠানের শুরুতে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার শামিমা পারভীন। তিনি বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারবর্গের বিভিন্ন স্মৃতিচারণ মূলক বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধান করতে আশ্বস্ত করেন।
পরে জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
পুলিশ সুপার বলেন, সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গকে সার্বক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে জেলা পুলিশ, রাজবাড়ী। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ এবং তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।