অসহায় ও ছিন্নমূল মানুষের শীত নিবারণে মহৎ উদ্যোগ নিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত বুধবার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে কম্বল বিতরণ করেছেন।
জানা গেছে, রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত অব্দি রাজবাড়ী সদর উপজেলার বরাট খারঘুনা, লক্ষীকোল রাজারবাড়ী এলাকার বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙন কবলিত হতদরিদ্র মানুষ এবং রাজবাড়ী রেলস্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, রাজবাড়ীতে হঠাৎ করেই শীত বেড়েছে। ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে। বিষয়টি অনুধাবন করে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে কম্বল বিতরণ করা হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।