মহান বিজয় দিবস পালিত হয়েছে মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের শহীদ মিনারে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের পর সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ২৮ টি সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মূল্যায়ের পরিক্ষা শেষে প্রথম স্থান অধিকারী ৫ জন শিক্ষার্থীদের মধ্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. বাচ্চু মোল্লা। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুস সামাদ সবুজ, আইয়ুব হোসেন আমান, অরবিন্দ রায়, সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।