রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
গোয়ালন্দ প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের স্মরণে সকাল ৯ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করা হয়। পরে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ১১ টায় জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও উন্নতমানের খাবার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা মাঠ চত্বরে বিজয় মেলা ও বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।
বালিয়াকান্দি প্রতিনিধি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদরে পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয় । উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার ভূমি মো তৌহিদুল ইসলাম বারী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম, প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার থানা অফিসার ইনচার্জ জামালউদ্দিন প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা ও বীর মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান করা হয়।
পাংশা প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ মোড় স্মৃতিস্তম্ভে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসন, পাংশা প্রেসক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের স্বরণ করা হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ৩০ লাখ শহীদদের প্রতি সম্মান জানানো হয় এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়। এরপর উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা জানানো হয়।
কালুখালী সংবাদদাতা জানান, যথাযথ সম্মান ও মর্যাদার মধ্যদিয়ে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান। পরে মুক্তিযোদ্ধা সংসদ, কালুখালী সরকারী কলেজ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস,কালুখালী মহিলা কলেজ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকাল ১০ টায় উপজেলা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। পরে উপজেলা রিসোর্স সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মুক্তিযোদ্ধা কাজী শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।