রাজবাড়ী গোয়েন্দা শাখার অভিযানে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ ডিসেম্বর রাজবাড়ী সদর থানার খানখানাপুর এলাকার হযরতের দোকানের সামনে ঢাকা কুষ্টিয়া মহাসড়কের উপর থেকে আসামী গ্রেফতার করা হয়। এসআই আব্দুল্লাহ এ অভিযান পরিচালনা করেন। আসামীর নাম মো. আকরাম হোসেন (৩০), বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে, তার পিতার নাম মো. বাবুল মোল্লা, মাতা মঞ্জুরা বেগম। আসামীর বিরুদ্ধে আইনানুকগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।