রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রথমে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও গোয়ালন্দ ঘাট থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।