রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইফতি হক সৌরভকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইফতি হক রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে।
জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের বেধরক মারপিট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার ২১ নম্বর আসামি ইফতি হক সৌরভ।
এছাড়াও গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকেন। ওই সময় শতাধিক লোক পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে শিক্ষার্থীদের জখম করে। এ ঘটনায় গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলাতেও ইফতি হক সৌরভ এজাহার নামীয় ১৪ নম্বর আসামি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ইফতি হক সৌরভকে ১৩ ডিসেম্বর রাতে বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলার এজাহার নামীয় আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।