রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশে দুই বারের বেশি রাষ্ট্র ক্ষমতায় প্রধান মন্ত্রী থাকা যাবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও চান না বিএনপির কোন নেতা দুইবার প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসুক। বারবার একই ব্যক্তি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, গুম, লুন্ঠন বেড়ে যায়। আমরাও চাইনা একজন দুইবার ক্ষমতায় আসুক। আওয়ামীলীগ যা করেছে আমরা তা করবোনা, আওয়ামীলীগ যেভাবে টাকা লুন্ঠন করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে, অন্যায় ভাবে মানুষকে শোষণ করেছে, মানুষের জন্য কিছুই করেনি।
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তনি এসব কথা বলেন।
তিনি আরও বলের, মানুষ চায় তারা যেন ভালো থাকতে পারে। নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও আমরা চাই সাধারন মানুষ ভালো থাক। মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভাটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেটা চাই। মানুষ ভালো মানুষকে খুজে। ১৪ সালে রাতে ভোট করে ক্ষমতায় এসেছিলো, মানুষের জন্য কিছুই করেনাই,শুধু নৈরাজ্য,লুন্ঠন করে বিদেশে টাকা পাচার করেছে।সাদারন জনগন কথা বলতে পারতোনা। ১৮ সালেও তারা আর একটি ভোট করেছে। যেখানে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। নিজেদের ভোট নিজারাই দিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নইম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ন আহবায়ক আকমল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কেএ সবুর শাহীন, জেলা মহিলা দলের আহবায়ক কুমকুম নজরুল, জেলা যুব দলের আহবায়ক খায়রুল আনাম বকুল। জনসভায় সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।