বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়া আসামি সজীবকে গ্রেফ[তার করেছে পাংশা থানার পুলিশ। বুধবার রাতে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে পাংশার বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
পাংশা থানা সূত্র জানায়, পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম এসআই শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।