রাজবাড়ীতে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মৃত মো. হাতেম সরদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে সংগঠনটির আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়। মো. হাতেম সরদারের স্মৃতি চারণ শেষে তার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল কুদ্দুস মিয়া। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা রিক্সা ও ভক্সান শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল মজিদ মোল্লা, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, মো. মমিন মোল্লা, জামাল মোল্লা, রুবেল সরদার, মো. কালাম ফকির, আফজাল সরদার, ফারুক মন্ডল, রাজীব মন্ডল, কামাল শেখ, একেন মন্ডল, রেজাউল শেখ, মহিউদ্দিন ফকির, আলম মোল্লা, ভাসান সরদারসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।