রাজবাড়ীতে বিনামূল্যে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে সাকোর (আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ করার আগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ছাগল গ্রহিতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ভিএসএ মোহাম্মদ হোসেন। অতিথি ছিলেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কার ছিদ্দিক, আলীপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, রাজবাড়ী সাকো’র নির্বাহী পরিচালক সালাউদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য আব্দুল হান্নান মিয়া ও রিন্টু চৌধুরী। ১৪ জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ২৮টি ছাগল বিতরণ করা হয়।