নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যরা অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক রাজবাড়ী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বড় বাজার ও কলেজ সড়ক এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সদর উপজেলার বড় বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আধীন ০২ (দুই) প্রতিষ্ঠানকে ৪,০০০/- (টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও সদর বড় বাজার ও কলেজ সড়ক এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে; ০৩ (তিন) টি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০/- (টাকা) প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। বিশেষ টাস্কফোর্স কর্তৃক অদ্য ০৯-১২-২০২৪ তারিখে ০৫ (পাঁচ) টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা প্রশাসন রাজবাড়ী ও বণিক সংগঠন এর সহায়তায় অদ্যচকার তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে জেলা নিরাপদ খাদ্যস পরিদর্শক রাজবাড়ী, উপজেলা নিরাপদ খাদ্যণ পরিদর্শক সদর উপজেলা রাজবাড়ী ও জেলা পর্যায়ে গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি রাজবাড়ী এবং পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস্যশবৃন্দ।