রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গত মাসে বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম না হওয়ায় কৃষকের মাঝে পুনরায় বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপর সাড়ে বারোটার দিকে রাজবাড়ী সদর উপজেল প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে ৮শ জন পেঁয়াজ চাষির মাঝে এ বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. জনি খান প্রমূখ।
আজ দুইশো কৃষকের মাঝে বীজ দেওয়া হয়। পর্যায় ক্রমে ৩ হাজার ৭ শ ২৫. জন চাষির মাঝে পেঁয়াজ বীজ বিতরন করা হবে।গত মাসে জেলায় চার হাজার কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ ও ২০ কেজি সার বিতরন কর হয়। এসব বীজ না গজানোর কারনে ফের বীজ বিতরণ শুরু করা হয়েছে।