রাজবাড়ীতে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, রাজবাড়ী শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পান বাজারে মো. রবিন নামে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ২৭৪ কেজি পলিথিন জব্দ করা হয়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আব্দুল মালেক নামে অপর ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।