রাজবাড়ী সাহিত্য পরিষদের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজবাড়ী শহরের ভাজনচালা ফুড প্যালেস নামক একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ডিসেম্বর শুক্রবার সাহিত্য বৈঠক সম্পর্কে অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশখ্যাত লেখক, গবেষক, চিন্তক অধ্যাপক মো. সলিমুল্লাহ খান শুক্রবারের সাহিত্য বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। নিঃসন্দেহে এটি রাজবাড়ীর জন্য একটি বড় পাওয়া।
সন্ধ্যা সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সাহিত্য বৈঠক। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সাহিত্য বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। এ সাহিত্য বৈঠকের মিডিয়া পার্টনার দৈনিক আমাদের রাজবাড়ী।
সংবাদ সম্মেলনে মূল বিষয়বস্তু তুলে ধরেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ সভাপতি আজিজা খানম, অধ্যক্ষ নুরুল হক আলম, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, আব্দুল কুদ্দুস বাবু, সৌমিত্র শীল প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, রাজবাড়ী সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাস, রাজবাড়ী সাহিত্য পরিষদের সংগঠক কবি ইউসুফ বাশার আকাশ প্রমুখ।