ভারতের আগর তলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবর বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক,প্রেসক্লাব হয়ে পান্নাচত্তর এলাকা ঘুরে শহীদ স্মৃতি চত্তরে এসে শেষ হয়।
এসময় ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও হাইকমিশনে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানানো হয়। বক্তারা শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করতে অপচেষ্টা থেকে বিরত থাকার হুশিয়ারী দিয়ে বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হলে বন্ধত্বপূর্ণ আচরন করতে হবে।
বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম শওকত সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।