বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

অনিয়ম তদন্তে প্রতিনিধি দলের রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪০ Time View

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালে নি¤œমানের সেবা, রোগীদের রেফার্ড করাসহ তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১৪ নভেম্বর তারিখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে তারা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে মৌখিক অভিযোগ জানায়। এর আগে বেশ কয়েকবার ডা. এসএমএ হান্নানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দীপক কুমার বিশ^াসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য দুই সদস্য হলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা, সাজেদা বেগম ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিকুল হাসান। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com