গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনের বদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আট বছরের নুর আমিনকেও প্লাকার্ড হাতে দেখা গেছে। সেই প্লাকার্ডে লেখা ইউএনও স্যারের বদলি প্রত্যাহার চাই।
নুর আমিনের মত শতশত নারী-পুরুষ এবং শিশুদের হাতে ব্যানার ও প্লাকার্ড হাতে রাজপথে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে। মানববন্ধন চলাকালীন কথা হয় প্লাকার্ড হাতে নুর আমিন এর সাথে। এসময় নুর আমিন বলেন, আমার বাবা-মা খুব গরীব। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়া লেখা করি। খেলার জন্য বাবার কাছে একটি রেকেট চেয়েছিলাম। কিন্ত টাকা না থাকায় বাবা দিতে পারেনি। হঠাৎ একদিন রাত ১১টার দিকে ইউএনও স্যার আমাদের বাড়ীতে এসে রেকেট, বল, বই, খাতা,কলম এবং বিভিন্ন প্রকার খাবারের জিনিস নিয়ে এসেছেন। আমাকে কোলে জরীয়ে অনেক আদর করেছেন। আমার মত অনেক ছেলে-মেয়েদের খেলা এবং পড়ালেখার অনেক কিছু দিয়েছেন। রাতে এসে দিয়েছেন যেন কেউ না দেখে। স্যার খুব ভাল মানুষ। তাই স্যারের বদলি প্রত্যাহারের দাবিতে আমি সহ অনেকে রাজপথে এসেছি। বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো।
এসময় মধ্যবয়সী এক নারী বলেন, আমরা অসহায় মানুষ। অসুস্থ্যতার কারণে তেমন কাজ কর্ম করতে পারিনা। মেম্বার-চেয়ারম্যান আমাদের খোঁজ রাখে না। কিন্ত রাতের আধারে আমার বাড়ীতে এসে খোঁজ-খবর নিয়েছে ইউএনও স্যার। স্যার খুব ভাল মানুষ। যে কারণে আমি রাজপথে এসে মানববন্ধন করছি। এরকম শতশত নারী পুরুষ তাদের মনের কথাগুলো খুলে বলতে লাগলেন। এসময় বক্তরা ইউএনও আজিজুল হক খানের বদলি প্রত্যাহারের দাবি জানান।
বুধবার দুপুরে বৃষ্টি অপেক্ষা করে গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ইউএনও আজিজুল হক খানের বদলি প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন হয়। মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ ছাত্রলীগে সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হ্নদয় সহ আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, উপজেলা শতশত নারী-পুরুষ ও শিশুরা এ মানববন্ধনে উপস্থিত থাকেন।