রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে জেলা শহরের পান্না চত্তরের অনুপম পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় জেলা ইমাম কমিটির কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর চলে ২ টা পর্যন্ত। ভোট গননা শেষে সাড়ে তিনটার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে ১১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রহিমপুর ঈদ-গাঁ জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদন্দি মাওলানা মাহবুবুর রহমান পেয়েছেন ৫৫ ভোট। ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজাপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুল হক। তার নিকটতম প্রার্থী হাফেজ মাসউদুর রহমান ৯৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক পদে বড়লক্ষীপুর উত্তরপাড়া জামে সজিদের ইমাম হাফেজ মাওলানা সাব্বির সাদী ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী হাফেজ আবু নাছির ভোট পেয়েছেন ৫৩ টি ও কেষাধ্যক্ষ পদে সিঙ্গাবাজার জামে মসজিদের ইমাম ৯৩ ভোট পেয়ে মুফতি জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী আ. কাইয়ুম ভোট পেয়েছে ৭১ টি।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৮২ টি।এর মধ্যে ১৭৫ টি ভোট পরে। দুইটি ভোট বাতিল হয়ে বৈধ ভোটের সংখ্যা ১৭৩ টি।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন জেলা ইমাম কমিটি সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান।