রাজবাড়ী পৌর শহরের মাছ বাজার ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার ফায়সাল এবং জেলা পুলিশ লাইন্সের একটি টিম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’