কালিন্দীর বালুচর
মনিরুল ইসলাম মনি
বসুধা ভেজায়ে নামলে আসার নীরে ডুব তরুমূল,
জলে জলে সব হবে জলময় বালি ভরা তটকূল।
বানভাসি হবে ধীবরের গেহ
কাঁশবন ঢাকা কাশঘাস
প্লাবনে প্লাবিত নবান্ন ক্ষেত বালিয়াড়ি একরাশ।
জালের পসরা জেলেরা সাজায়
বট কড়াইয়ের তলে
কিনার ঘেষে বেদেনীর ডিঙা
চলে হেলে দুলে।
দূর নিলীমায় ঘনকালো ঘনে সাদা বক ছোটো হয়
বালুচর আজ হবে বানভাসী
আষাঢ়ের বরষায়।
গোধূলিয়া শেষ- কমে রবি রেশ
সন্ধ্যা ঘনায়ে এলো
বায়ু শনশন হলে আগোয়ান বিহগ কুলাই গেল।
নদীর কিনারে যেথা সারে সারে হিজলের বন ঘেষে
ফোটা কিংসুক হেলে দুলে ঝরে
গোধূলি বেলার শেষে।
ধুনি মোহনায় ঝিরি ঝিরি বয়
কালিন্দীর বালুচর
জলে ভেসে ভেসে হবে জলময় নামলেই রাত ভর।