রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া টগর (৭১) আর নেই। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহী রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুই মেয়াদে বালিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২বছর যাবৎ তিনি ডায়বেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি স্টেডিয়ামে মাঠে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে তার গ্রামের বাড়ি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দিতে দাফন সম্পন্ন হয়।