রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনার কারণে সদর হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিসে শিক্ষার্থীরা তত্বাবধায়ক ডা. শেখ মো.আব্দুল হান্নানের পদ থেকে অপসারন ও শাস্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন তারা। গত গত ১২ নভেম্বর দিবাগত রাত নয়টার দিকে তানভীর শেখ’কে কুপিয়ে জখম করার পর সদর হাসপাতালে আনা হয়। যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এর আগেও সদর হাসপাতাল থেকে রোগী রেফার্ডের কারণে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে জখমের যেকোন রোগী আসার পর তাদের পরিচ্ছন্নতা কর্মী দিয়ে সেলাইয়ের ও ব্যান্ডেজের কাজ করানো হয়। হাসপাতালে বিভিন্ন ময়লা, আবর্জনা ও নোংরা পরিবেশ সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। হাসপাতালের চিকিৎসকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন হাসপাতালের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
রাজবাড়ী জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাসপাতালের বিষয়টি নিয়ে তিনি জেনেছেন। অনিয়মের বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আবৃদুল হান্নান বলেন, কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেয় তা তিনি গ্রহন করবেন বলেন।