রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ পরিচিতি শেষে দাপ্তরিক কাজের বর্ণনা দেন৩০ টি দপ্তর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ, সরকারি জায়গা দখলসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, উপজেলার সকল বিভাগের দপ্তর প্রধানগণ সরকারের কর্মচারী মানুষের স্বার্থে কাজ করা আপনাদের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যেন আপনাদের দ্বারা হয়রানির শিকার না হয়। আগামী প্রজন্মকে নেতৃত্বের দিকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা প্রমুখ। এর আগে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন চত্বরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে অভ্যর্ত্থনা জানান।