গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামিকে ঢাকার চকবাজার থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবুওছিমুদ্দিন পাড়া গ্রামের দারগ আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম সাগর (২৬)।
গোয়ালন্দ ঘাট থানা মামলার সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে গোয়ালন্দ উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকা প্রচন্ড গরম উপেক্ষা করে ৫ দিন যাবৎ তাঁর প্রেমিক সাগরের বাড়িতে অনশন করেছিল। সুষ্ঠুভাবে কোন সমাধান না পেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেন। ওই তরুণী জানান, আমার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে উজানচর ইউপির ২নং ওয়ার্ড সদস্য মো. আবুল হোসেন প্রামানিক জানান, আমি লোক মারফত শুনেছি সাগর পুলিশের হাতে আটক হয়েছে। আমরা সুষ্ঠু একটি সমাধান চাই।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সিরাজুল ইসলাম সাগরকে মামলায় ডিএমপির চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।