নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি। বুধবার রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে সকাল সাড়ে ১০ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে এ কমিটি।
অভিযানে নেতৃত্ব দেন জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারার লঙ্ঘনজনিত অপরাধে শহরের বড় বাজার পালপট্টির মেসার্স সজিব স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ পালপট্টির মেসার্স মোসলেম স্টোরকে ২ হাজার টাকা এবং যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পালপট্টির মেসার্স হক কৃষি ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, রাজবাড়ী শহরের বড় বাজারের বিভিন্ন পণ্যের দোকানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।