জমির বৈধ কাগজ থাকা সত্ত্বেও সংখ্যালঘুর সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে। ভুক্তভোগী জমির মালিকের নাম স্বপন কুমার কুন্ডু। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
স্বপন কুমার কুন্ডু জানান, বহরপুর মৌজার দেয়ারা ২৭৮১/৩১১৫ বাটা দাগে হাল বিএস ৪২৮৬ দাগের ১ একর ১৫ শতাংশ জমি পিতা যোগেশ চন্দ্র কুন্ডু হতে মালিকানা ও ভোগ দখলে আছে। সম্প্রতি জনৈক ব্যক্তি একটি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে ভুয়া কাগজ বানিয়ে দখলের চেষ্টা চালায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড স্যারদ্বয় ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগনের শরনাপন্ন হয়েছে।
বহরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. লাল চাঁদ ফকির(৭০) জানান, ঐ দাগের মালিক স্বপন কুন্ডুরা। এই জমির আশেপাশে কোন দিনই জেলা পরিষদের জায়গা ছিলনা বা নেই।
১৪ জুলাই সকালে বহরপুর মৌজার দেয়ারা ২৭৮১/৩১১৫ বাটা দাগে হাল বিএস ৪২৮৬ দাগে জেলা পরিষদের মালিকানা নির্ধারন প্রসঙ্গে জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান ও ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম জেলা পরিষদের মালিকানাধীন আরএস ৪০৯৫, হাল বিএস ৪০৬৭ দাগের পরিমাপ করে সীমানা নির্ধারন করা হয়। এতে ৪২৮৬ দাগে জেলা পরিষদের কোন অংশ নেই বলে প্রতিয়মান হয়। জেলা পরিষদের ৪০৬৭ দাগে ৯৪ শতাংশ জমি বুঝে পেয়েছে। যা নালিশী জমি হতে অনেক দূরে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. হাসিবুল হাসান জানান, নালিশী দাগের সকল সম্পত্তি স্বপন কুন্ডুদের। আশেপাশে জেলা পরিষদের কোন জায়গা নেই।