রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে রাসেল ভাইপার’স সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গোয়ালন্দ চরাঞ্চলের একশ জন কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ হল রুমে এ গামবুট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানী, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. খোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, প্রমুখসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।