রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রান্না হতে সৃষ্ট আগুনে ৩ পরিবারের ৩টি বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড নাছির সরদার পাড়া এলাকার আক্কাছ ফকিরের বাড়ির রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আক্কাছ ফকিরের রান্নাঘর সহ তার ভাই কছের ফকিরের ২টি বসতঘর ও পাশে চাচাতো ভাই ছিদ্দিক ফকিরের ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে কছের ফকিরের দু’টি বসতঘর সহ যাবতীয় আসবাবপত্র, কৃষি পণ্য পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, ঘটনাস্থালে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার মাধ্যমে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অগ্নিকান্ডে ৩ পরিবারের ৩টি বসতঘর সহ ৪টি ঘর পুড়ে গেছে ও এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনতে পেয়েছি। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার গুলোকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে।