রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খামারীদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মাঠ চত্বরে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়। এ প্রদর্শনী মেলায় ৪৭টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করে। পরে বিকালে অংশগ্রহণকারী খামারীদের ৩টি ক্যাটাগরীতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান মিয়া, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আয়ুব আলী সরদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক রহমান মিয়া, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আ. সালাম মন্ডল প্রমুখ।