রাজবাড়ীর পাংশা ১ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নিভাকৃষ্ণপুর আরমান শেখ এর ছেলে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হালিম শেখ। নাচনা এলাকার ওহিদুল শেখ এর ছেলে সিরাজুল শেখ, নওপাড়া এলাকার মৃত খালেক বিশ্বাসের ছেলে সাইদুল ইসলাম ও একই এলাকার মৃত চাঁদ আলীর ছেলে রবিউল। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।