রাজবাড়ী জেলার পাঁচ উপজেলায় একটি করে পাঁচজন গৃহহীনকে ঘর নির্মাণ করে দিয়েছে জেলা পুলিশ। রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর রাজবাড়ী পুলিশ লাইনস ড্রিল শেড থেকে আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করা হয়। একই সাথে উদ্বোধন করা হয় পুলিশ সার্ভিস ডেস্ক। অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যন অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, সদর থানার ওসি শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আমরা পাঁচটি উপজেলায় একটি করে তিন কক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করেছি। আমরা এই ঘর পাঁচটি এমন মানুষদেরকে দিচ্ছি যাদের কোন ঘর নেই। অন্যের বাড়িতে থাকতে হতো। প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এরই সাথে প্রধান মন্ত্রী একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করেছেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। যেখানে নারী পুলিশ থাকবে এবং এসকল মানুষ আসলে তাদের সেবা দেবে।