রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ৭ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ৯ মে মহাপ্রভ’ও ভোগ আরতি ও প্রসাদ বিতরনের মধ্য দিয়ে সম্পন্ন হবে। মন্দিও কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক যোগেশ চন্দ্র সমাদ্দার ও সাধারন সম্পাদক কলেজ শিক্ষক চন্দ্রনাথ কুন্ডু চন্দন জানায়, অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমদ্ভগবত পাঠ, কালী পূজা, ৩২ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন. ভোগ আরতী। হরিনাম পরিবেশন কওে মাদারীপুরের শ্রীমন মহাপ্রভ’ সম্প্রদায়, গোপালগঞ্জের প্রভ’প্রিয়া সম্প্রদায়, পিরোজপুরের ব্রজের মাধূরী সম্প্রদায়, খুলনার শিশু কৃষ্ণ সম্প্রদায়, নেত্রকোনার জগদ্বন্ধু সম্প্রদায়।