রোজার শুরুতেই রাজবাড়ী জেলার পাংশা পৌর কাঁচাবাজারে বেগুন, পটল, শসাসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। বাজার তদারকিতে ব্যবসায়ীক কোন কমিটি নেই। উল্লেখযোগ্যভাবে প্রশাসনিক কোন তৎপরতাও লক্ষ্য করা যায়নি। সোমবার সকালে সরেজমিনে পাংশা পৌর কাঁচাবাজারে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, রোজার আগে লাফা বেগুন ৪০ টাকা দরে বিক্রি হয়েছে যা বর্তমানে ৭০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। রোজার প্রথমদিনে লাফা বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সয়লা বেগুন রোজার আগে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা পটল রোজার আগে ৮০-৯০ টাকা কেজি করে বিক্রি হয়েছে। বর্তমানে ১২০ টাকা কেজি দরে সাদা পটল বিক্রি হচ্ছে। কালা পটল রোজার আগে ৪০-৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে কালা পটল। পেঁপে রোজার আগে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা রোজার আগে ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবরি কলা রোজার আগে সাধারণত ২০ টাকা হালি বিক্রি হয়েছে। বর্তমানে ২৫ থেকে ৩৫ টাকা হালি দরে সবরি কলা বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ও টমেটোসহ বিভিন্ন পণ্য আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানীরা বলেন, পণ্যের আমদানীর উপর দাম নির্ভর করে। তারা পাইকারী কিনে খুচরা বিক্রি করছে। যে যেমন পারছে সে তেমন করে বিক্রি করছে। পাংশা পৌর কাঁচাবাজারের আড়ত থেকে পণ্য সামগ্রী ক্রয় করে পাংশা কাঁচাবাজারসহ বিভিন্নœ হাটবাজারে তা খুচরা বিক্রি করা হয়।