অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল উদ্দিনকে সামায়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার মাদ্রাসার অফিস কক্ষে গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে মাদ্রাসার সহকারী অধ্যাপক শিরিন আকতারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। গভর্নিং বডির সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরখাস্তকৃত অধ্যক্ষ জালাল উদ্দিনসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসা সূত্র জানায়, অধ্যক্ষ জালাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অপসারণ দাবিতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা গত ৩০ মার্চ তারিখে গভর্নিং বডির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন। অধ্যক্ষ জালাল উদ্দিনের বিরুদ্ধে ব্যক্তিগত ফাইল সরিয়ে ফেলা, ভর্তিসহ নানা খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, পুকুর লীজ দিয়ে অর্থ আত্মসাৎ, এছাড়া বিভিন্নভাবে কলেজের ৭ লাখ ৯১ হাজার টাকা অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষক কর্মচারীরা। এছাড়া সম্প্রতি একজন শিক্ষার্থী ও তার অভিভাবকের সাথেও অশোভন আচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বরখাস্তকৃত অধ্যক্ষ জালাল উদ্দিন বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। শুক্রবার গভর্নিং বডির সভায় তিনিও উপস্থিত ছিলেন। সময়মতো তিনি বিষয়গুলোর জবাব দেবেন। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিন আকতার জানান, গত শুক্রবার গভর্নিং বডির সভায় বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষ জালাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবারই আমাকে চিঠি দেওয়া হয়। এছাড়া সভায় অধ্যক্ষ জালাল উদ্দিনের অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।