রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মাইটিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর ২য় তলায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, গোয়ালন্দ যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এসএম শামসুল হক, বরাট ইউনিয়ন পরিষদের সদস্য- নার্গিস আক্তার, সাংবাদিক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যে মাইটিভি রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন মাইটিভির উন্নতি কামনা করেন। মাইটিভির পরিবেশনা গুলো আরো সমৃদ্ধি করার পরামর্শ দেন।
রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামান বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাইটিভি ১৩ বছর পার করে ১৪ বছরে পা রাখছে। রাজবাড়ীতে মাইটিভির বিভিন্ন প্রোগ্রাম ও সংবাদ মাধ্যমে অনেক অবদান রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, মাইটিভির ১৪ তম জম্মবার্ষিকীতে মাইটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মাইটিভি যেনো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারে ও সংবাদ মানুষের কাছে তুলে ধরছে আর এ ধারা যেনো ভবিষ্যতে অব্যাহত থাকে যতদিন মাইটিভি থাকবে ততদিন এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, সাংবাদিকরাই পারে এই সমাজ মেনে চলতে এবং পরিবর্তন সংযোজন করতে পারে। সংবাদিকতা একটা মহান পেশা এই পেশায় যারা কাজ করেন তারা খুবই বিচক্ষণ হন। মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে মাইটিভির চেয়ারম্যান সহ কতৃপক্ষের সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়া বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূণম মৃধা।
পরে উপস্থিত অতিথিবৃন্দ এতিম শিশুদের নিয়ে কেকে কেটে মাইটিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।