রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল্যাণ সংস্থা(কেকেএস) এর কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের রিডিং পড়া প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া যদু ফকীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের রিডিং পড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. বজলুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্পের কর্মকর্তা সামসুল হকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, এসএমসির সদস্য এবং অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতাটি কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএসের আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছেন আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
কেকেএস ক্যাচ আপ ক্লাব প্রকল্প কর্মকর্তা সামসুল হক জানান, গোয়ালন্দ উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়া প্রতিযোগিতার মাধ্যমে ২য় ব্যাচে ৮১৬ জন শিশুকে এ পর্যন্ত পুরস্কার বিতরণ করা হয়।