যৌথবাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকায় একটি বসতবাড়ির প্রাচীরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, কাজীকান্দা এলাকায় জনৈক শফিকুর রহমানের বসতবাড়ির প্রাচীরের কোণে সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ওই সময় রাজবাড়ী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান এবং টহলরত সেনা সদস্যরা শপিং ব্যাগটি খুললে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ পাওয়া যায়।
এব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।