রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার পুলিশ ২ কেজি গাঁজাসহ ১ জন আসামী গ্রেফতার করেছে। তার নাম মোঃ সোহেল মন্ডল(৩৮)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনসাফনগর কান্দিরপাড়া গ্রামের সামাদ মন্ডলের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকা হতে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।