রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনা এদেশের মানুষের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। বিগত ১৬ বছরের আমাদের লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীরা জেল খেঠেছে। সেই জেল জুলুম উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি ভারতে বসে আজ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
রাজবাড়ীতে বুধবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন। ও বিজয় মিছিল করেছে বিএনপি। জেলা শহরের প্রধান সড়কের বকুল তলা এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক পথে ১ নম্বর রেলগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ।