রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম মোল্লা (১৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন। গত শনিবার বিকাল ৬ টার দিকে উপজেলার হাবাসপুর ইউপির কাচারিপাড়া গ্রামের নওলামারী বিলে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম ইউপির কাচারিপাড়া গ্রামের নজিম উদ্দিনের এর স্ত্রী ও তামিম মোল্লা একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহতরা হলেন একই গ্রামের হাফিজুল প্রামানিকের ছেলে সৌরভ হোসেন (১৪), নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪), মৃত নিজাম প্রামানিকের আজিম প্রামানিক (১৬) এবং বাবুপাড়া ইউনিয়নের চাদপুর গ্রামের জবেদা বেগম।
জানা যায়, আনোয়ারা বেগম ও তামিম সহ কয়েকজন পাট ধোয়ার কাজ করছিলেন। বিকেল ৬ টার দিকে ঘন বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা বিলের মধ্যে অবস্থান করে। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনোয়ারা বেগম ও তামিম কে মৃত ঘোষণা করেন।
আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রাঘাতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, হাবাসপুরে বজ্রপাতে দুজন মারা গিয়েছে। তারা কৃষি শ্রমিক। তাদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহযোগীতা করা হবে।