বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার আরবান আলীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজার নামাজ শেষে নিউকলোনী কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যান (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে রাখা হয়। তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য জ্যোতিশংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় সমাতান্ত্রিক দল জাসদ, রাজবাড়ী জেলা মহিলা পরিষদ, রাজবাড়ী নাগরিক কমিটি, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ ছাত্র মৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।