মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড তথা ৬ দফা দাবি বাস্তবায়নের রাজবাড়ীর সদরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা। বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ৬ দফা দাবিনামা পেশ করে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আবু নাসির উজ্জ্বলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মো. সবুজ শাহিন, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মজনু বিশ্বাস, পাংশা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. সুলতান উদ্দিন আহম্মেদ, মো. তোবারক হোসেন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রহিম শেখ, মো. জিল্লুর রহমানসহ রাজবাড়ী সদর ও ৪ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।