‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মমিনখাঁর হাট এবং গোয়ালন্দ উপজেলা এলাকার সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে এ খেলাটি অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল সাড়ে ৫ টায় গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। দুদলে সোনালী অতিতের কমপক্ষে অর্ধ শতাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন। প্রীতি ম্যাচটি আয়োজন করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি।
নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ২-২ মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ। খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য ও ফুটবলার আলতাব মাহমুদ।
গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের পক্ষে অংশ নেন মো. আরিফ হোসেন নারু, মো. ফরহাদ হোসেন, সিরাজুল ইসলাম চানমিয়া, মো. ফারুক হোসেন, কেএম সোহেল মাহমুদ, মাসুদ মিয়া, মো. সাঈদ মোল্লা, রুহুল আমীন, মো. সাজ্জাদ হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. সুলতান ফকির, মো. জাহিদুল ইসলাম, রেজাউল করিম, ঈমান আলী, এরশাদ মন্ডল, জিয়া রহমান।
মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের পক্ষে খেলায় অংশ নেন, মুহাম্মদ ফরহাদ মিয়া, ফয়সাল ইবনে মোস্তফা, আনোয়ার হোসেন, সেলিম শাহরিয়ার, জামান কাজী, লুৎফর রহমান, মমিনুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুল আলীম, রতন হোসেন, আশরাফুল ইসলাম, সোবাহান, মো. হারুন হোসেন, মোকলেছুর রহমান প্রমুখ।
গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, বন্ধন অটুট রাখতে এবং নতুন প্রজন্মদের মাঠে ফেরাতে আমাদের এমন আয়োজন। আমরা সপ্তাহের অন্তত ছুটির দিন অর্থাৎ শুক্রবার বিভিন্ন দলের সোনালী অতীত খেলোয়াড়দের সাথে প্রীতি ম্যাচে অংশ নেয়।
মাঠে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা শামীম শেখ, মো. লুৎফর রহমান, মো. সেলিম রেজা, সুজিত কুমার রায়, সোহানুর রহমান সোহান, তাহাজ্জুত হোসেন তাহা প্রমুখ।