পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ ও কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফের আয়োজনে পৃথক স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা ১১ মিনিটে প্রথমে কেন্দ্রীয় ইমাম বাড়া শরীফ থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ১০ টা ১১ মিনিটে দৌলতদিয়া খানকা শরীফ থেকে বিশাল একটি তাজিয়া মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
তাজিয়া মিছিলে অংশ নেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সায়েম খান, মো. নজরুল সহ আঞ্জুমান-ই-কাদেরীয়ার বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন।
বিকালে কারবালায় শাহাদৎবরণকারীদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় প্রতিটি ইমাম বাড়ী থেকে তাজিয়াসহ কাশেদ দল মিছিল বের করেন।