রাজবাড়ীর গোয়ালন্দে মহররম মাসের ১০ই মহররম পবিত্র আশুরা উপলক্ষে উপজেলায় অবস্থিত ১০ টি ইমাম বাড়িতে নজরানা হিসাবে প্রতি বছরের ন্যায় এবারও খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
সংগঠনের সদস্যরা জানান, সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতায় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ইমাম বাড়িতে নজরানা স্বরূপ প্রত্যেকটি ইমামবাড়িতে ৪ বস্তা করে চাল, ১ বস্তা করে চিনি মোট ৪০ বস্তা চাউল ও ১০ বস্তা চিনি উপহার দেন তারা। এসময় উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান শেখ, সদস্য মো. আতিয়ার রহমান, ইব্রাহিম মাহমুদ প্রমুখ।