রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিচ হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে মো. শাওনুর রহমান চঞ্চল (৪১)।
জানা যায়, বুধবার বিকের সাড়ে ৪ ঘটিকার দিকে দৌলতদিয়া ১ নং বন্ধ থাকা ফেরিঘাটের পাশে ২৫ পুরিয়া হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ১৫ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।