রাজবাড়ীর গোয়ালন্দে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার যুবক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির শাহাদৎ মেম্বার পাড়া বাহিরচর গ্রামের সৈয়দ আলী খন্দকারের ছেলে শহীদ খন্দকার (৪১)।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গেইট সংলগ্ন আলমের চায়ের দোকানের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।